Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে মসজিদ ডট লাইফের ৪ শতাধিক শাখা গড়ার প্রত্যয়

ধুনটে মসজিদ ডট লাইফের ৪ শতাধিক শাখা গড়ার প্রত্যয়

এম,এ রাশেদ: ইসলামী সমাজ ব্যবস্থায় নবী রাসুলের যুগে সকল কার্যক্রম মসজিদ থেকেই সম্পাদিত হত। মসজিদ ছাড়া একটা সুন্দর সমাজ কল্পনা করা যায় না। সেই মসজিদ যদি হয় বহুমাত্রিক সেবার মাধ্যম তবে তা সমাজ এবং রাষ্ট্রের জন্য বড়ই কল্যাণকর। এমনই উদ্যোগ গ্রহণ করেছেন ”মসজিদ ডট লাইফ” কর্তৃপক্ষ।

ইতোমধ্যে সারা দেশের ৪৪ টি জেলায় ২৬০ টি মসজিদে ”মসজিদ ডট লাইফ” এর শাখা চালু হয়েছে। সামাজিক শৃঙ্খলা, টেকসই অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, সুদের বিপরীতে কর্মক্ষম মানুষের মাঝে কর্জে হাসানা, গবাদি পশু ক্রয়ে ঋণ সহায়তা, প্রতিবন্ধীদের পুনর্বাসন সহায়তা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, যাকাত প্রদান, শিক্ষা ঋণ সহায়তা, বৃক্ষরোপণ, গৃহায়ণ, আত্মকর্মসংস্থান তৈরী, দুস্থদের সহায়তা সহ বহুমুখী সেবামূলক কাজ করছে ”মসজিদ ডট লাইফ”।

তারই ধারাবাহিকতায় বহুমুখী মানবিক কাজের মহান বার্তা নিয়ে তারুণ্যের হাত ধরে ধুনট উপজেলায় চার শতাধিক মসজিদে ”মসজিদ ডট লাইফ” এর শাখা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামে আল-কুরআন রিসার্চ সেন্টার এবং মথুরাপুর ইউনিয়নের চর-খাদুলী জামে মসজিদে ” মসজিদ ডট লাইফ ” এর শাখা চালু হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, মসজিদ ডট লাইফ এর প্রতিষ্ঠাতা বাংলাদেশী উদ্দোক্তা ও বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী কামাল আহমেদ বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ার নাগরিক তাঁর ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে সারা দেশে মসজিদ ডট লাইফ এর শাখা গড়ার আহ্বান জানিয়েছেন। এর জন্য তরুণ উদ্যোমী স্বেচ্ছাসেবী মানবিক ও স্বচ্ছ মানুষের প্রয়োজন। যাঁরা বৈধ ভাবে ব্যাংকিং সিস্টেমে নিজ নিজ কমিউনিটির কল্যাণে আর্থিক বিষয় গুলো স্বচ্ছতার সাথে ব্যবহার করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে।

মসজিদ ডট লাইফ এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রতিটি মসজিদে জনকল্যাণমুখী সার্বজনীন শাখা চালুর পাশাপাশি সামাজিক ঐক্য প্রতিষ্ঠা,দারিদ্র্য বিমোচন, সুদের ভয়াবহতা থেকে বের হয়ে আসতে মুসলিম সমাজকে সুসংগঠিতকরণ, দুস্থ এতিম অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি ফোটানো। সর্বপরি একটা সুন্দর দেশ বিনির্মানের মূল লক্ষ্যই হলো ”মসজিদ ডট লাইফ” এর কাজ।

এ প্রসঙ্গে ধুনট উপজেলার রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম নাবিল জানান, নিজ নিজ কমিউনিটিতে তারুণ্যের হাত ধরে ধুনটে চার শতাধিক মসজিদে ”মসজিদ ডট লাইফ এর শাখা চালুর প্রত্যয় রয়েছে। এর জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মেধাবী সৎ উদ্যোমী তরুণ জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরো জানান, তাঁর নিজ গ্রামে ইতোমধ্যে মসজিদ ডট লাইফ এর একটি শাখা চালু হয়েছে। যেখান থেকে বিভিন্ন সুবিধা পাচ্ছেন দিঘলকান্দি গ্রামের মানুষ।

অপরদিকে মথুরাপুর ইউনিয়নের চর-খাদুলী জামে মসজিদের টিম লিডার ব্যাংকার জুয়েল মল্লিক জানান, তাঁরাও মসজিদ ডট লাইফ এর শাখা চালু করেছেন। সেখান থেকে বেশ কিছু সুদ মুক্ত ঋণ প্রদান করেছেন তাঁদের কমিউনিটির মাঝে। অদূর ভবিষ্যতে মসজিদ ডট লাইফ এর শাখা আরো বিস্তার হোক বলে তিনি সম্মতি জ্ঞাপন করেন। মসজিদ ডট লাইফ এর সকল কার্যক্রম অনলাইন সিস্টেমে পরিচালিত হওয়ায় সেখানে শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা রয়েছে বলে তিনি জানান।

Check Also

ধুনট থানার ওসি’র সঙ্গে স্বপ্নসিঁড়ি ছাত্র কল্যাণ সংঘ কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

এম,এ রাশেদ: বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম এর সঙ্গে স্বপ্ন সিঁড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us