শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আগে ছিল গড়ে ১৫ শতাংশ। মার্কিন সরকারের নতুন এ সিদ্ধান্ত বাংলাদেশের জন্য অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ভয় পাওয়া ও আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে ভয় পাওয়ার ও আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিষয়টি আকস্মিক নয়, আমরা এজন্য প্রস্তুত। আমরা শিগগির কিছু ব্যবস্থা নেবো, সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেবো।
শনিবার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন শুল্ক আরোপ নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. খলিলুর রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রধান উপদেষ্টা আমাদের যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে সংযুক্ত করতে পেরেছেন। সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার ও অন্যদের সঙ্গে আলোচনা করেছি। সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে বাংলাদেশ ক্রমাগত এ বিষয়ে আলোচনা করে আসছে বলেও জানান তিনি।