শেরপুর নিউজ ডেস্ক:
ঈদ-উল-ফিতরের ছুটিতেও বগুড়ার শেরপুরে পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত স্বাস্থ্যকর্মীরা নিরবিচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। স্বাস্থ্যসেবা প্রদানে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থেকে শুরু করে পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মাঠ পর্যায়ে সেবা প্রদানকারী পরিবার কল্যাণ সহকারীদের কর্মতৎপরতা ছিলো লক্ষ্যণীয়।
শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল আলীম জানান উপজেলায় ৬ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশাপাশি গর্ভবতী ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রয়েছে ১ টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। পরিবার পরিকল্পনা বিভাগ জন্মনিয়ন্ত্রণের জন্য স্বল্পমেয়াদী (খাবার বড়ি, কনডম,ইঞ্জেকশন) সেবা, দীর্ঘমেয়াদী (আইইউডি,ইমপ্ল্যান্ট) সেবা, এনএসভি, টিউবেকটমি সেবা প্রদানের পাশাপাশি গর্ভবতী সেবা, প্রসব ও প্রসবোত্তর সেবা, নবজাতক ও শিশু সেবা, সাধারণ রোগী সেবা প্রদানেও অবদান রেখেছে৷ শেরপুর উপজেলার সুঘাট ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদকালীন ছুটিতেও ইমপ্ল্যান্ট ১২ আইইউডি ৬ গর্ভবতী সেবা ১৮ প্রসব সেবা ৪ প্রসবোত্তর সেবা ৮ শিশু সেবাসহ ২৬ সাধারণ রোগী সেবা প্রদানে ভূমিকা রেখেছে। এছাড়াও সুঘাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র ও অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতেও রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।