সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল সোয়া ৩ টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার দুই সাংবাদিক হলেন, মাছরাঙা টিভির বগুড়া জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও অনলাইন নিউজ পোর্টাল বগুড়া লাইভের সিনিয়র স্টাফ রিপোর্টার আসাফউদ্দৌলা নিওন।

জানা যায়, শহরের জলেশ্বরীতলার লামাম্মার মোড়ে একটি জুস বারে জুস খেয়ে বের হোন এই দুই সাংবাদিক। বের হতেই ১০ থেকে ১২ জন দুর্বৃত্তরা সাংবাদিক আসাফউদ্দৌলা নিওনের কাছে তার নাম জানতে চায়। এসময় অপর সাংবাদিক খোরশেদ আলম এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে চালায় হামলা। এসময় দুইজনকেই এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। এ সময় সাংবাদিকের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে। পরে তারা আহত হয়ে মোহাম্মদ আলী হাসাপাতালে চিকিৎসা নেন।

হামলার শিকার মাছরাঙা টিভির সাংবাদিক খোরশেদ আলম বলেন, জুস খেয়ে বের হয়ে কোন কিছু বুঝে উঠার আগেই হামলাকারীরা আমাদের ওপর মারধর শুরু করে। হামলায় আমার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। আমি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাংবাদিক আসাফউদ্দৌলা নিওন বলেন, তারা প্রথমে আমার নাম জানতে চায়, এসময় খোরশেদ ভাই এগিয়ে গিলে তার ওপর প্রথম মারধর শুরু করে। তখন আমি আটকানোর চেষ্টা করলে আমাকেও তারা এলোপাতাড়ি হামলা করে জখম করে দেয়।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Check Also

বগুড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৫

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us