Home / খেলাধুলা / সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

 

শেরপুর নিউজ ডেস্ক:
বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন সাকিব দুদকের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। জবাবে দুদক চেয়ারম্যান বলেন, আমাদের আশঙ্কা, এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন।

এমন আশঙ্কার কারণ জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে। অনুসন্ধানের পর বোঝা যাবে।

উল্লেখ্য, ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল দুদক।এ ছাড়া হটলাইন-১০৬ উদ্বোধনকালেও তার সঙ্গে কাজ করে সংস্থাটি। বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে ২০২২ সালে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেওয়ার কথা জানায় দুদক।:

Check Also

টটেনহ্যামকে উড়িয়ে দিয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

শেরপুর নিউজ ডেস্ক: অবশেষে লিভারপুলের অপেক্ষার অবসান। টটেনহ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে আনফিল্ডে নিজেদের দ্বিতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us