সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সোমবার বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

সোমবার বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

শেরপুর নিউজ ডেস্ক: গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।এ দিন সবাইকে ক্লাস ও কাজ বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। ফেসবুকসহ একাধিক সোশ্যাল মিডিয়ায় এই ডাক দিয়েছেন বিশ্বের লাখো মানুষ।

বাংলাদেশের মানুষও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে দিবসটি পালানের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এ অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেকে। দেশজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালনের ওপর জোর দিচ্ছেন তারা।

এই সংক্রান্ত একটি গ্রাফিক্স কার্ড ফেসবুকে ভাইরাল হয়েছে। কার্ডটিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে অবরোধের ডাক দেওয়া হয়েছে। বলা হয়েছে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।

ইসরায়েলের ভয়ংকর নৃশংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং প্রতিরোধ জোরাল করতে এটি পালনের আহ্বান করা হয়েছে।

Check Also

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us