সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার

সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:
রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যেকোনো একটি মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।

গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।

Check Also

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us