সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নলছিটিতে একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ

নলছিটিতে একই রশিতে ঝুলছিল মা-ছেলের লাশ

শেরপুর নিউজ ডেস্ক:
ঝালকাঠির নলছিটিতে বাগান থেকে একই রশিতে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মা রুবী বেগম (৫৫) ও ছেলে আসাদ মাঝি (৩৫) । তাদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

মৃত রুবী বেগমের দেবর শান্ত মির্জা বলেন, সকালবেলা কলাবাগানে পানি দিতে গিয়ে বাগানের ভিতর থাকা একটি রেইন্ট্রি গাছের সঙ্গে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পেয়ে স্থানীয়দের ডাক দেই। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহত রুবি বেগম ওই এলাকার হানিফ মাঝির ২য় স্ত্রী ও নিহত আসাদ মাঝি তার ছেলে। প্রতিবেশীদের সূত্রে জানা গেছে এ ঘটনার আগের দিন থেকে রুবী বেগমের অপর দুই ছেলে আহাদ মাঝী ও সোহাগ মাঝী নিখোঁজ রয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন। কিন্তু মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে বলে জানিয়েছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Check Also

সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us