সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় পারিবারিক কলহের জেরে দিলারা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার এখলাছ আলী বাওনপুর গ্রামের ইন্তাজ আলীর ছেলে। নিহত গৃহবধূ দিলারা ৫ সন্তানের জননী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে স্ত্রী দিলারা বেগমকে মারধর করেন স্বামী এখলাছ আলী। এক পর্যায়ে কানের পাশে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন স্ত্রী। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সুরতহালের জন্য মরদেহটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

এরপর অভিযান চালিয়ে রোববার রাত পৌনে ১০টায় নিজ এলাকা থেকেই অভিযুক্ত স্বামী এখলাছ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী কালবেলাকে বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us