শেরপুর নিু্জ ডেস্ক: ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। এ সম্মেলনে যোগ দিয়েছেন অনেক বিদেশিও।
এই সম্মেলন ঘিরে, গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে ঢাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশসহ সেনাবাহিনীকে অবস্থান ও টহল দিতে দেখা গেছে।
পুলিশ বলছে, গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ। এছাড়া রাজধানীতে চলাচলরত নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ।
ঢাকার নিরাপত্তা ব্যবস্থার কথা জানতে চাইলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলি রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় পুলিশের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ নজরদারি করছে। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতির খবর পাওয়া যায়নি, সব জায়গায় শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে।
কর্মসূচি পালিত হচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকায়। সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২টা ১৫ মিনিটের দিকে দূতাবাসের নিরাপত্তার কথা জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জাগো নিউজকে বলেন, বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। এখন অল্প কিছু মানুষ আছে ব্যানার হাতে। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। তবে এই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো বিশৃঙ্খলার সুযোগ নেই।