এম,এ রাশেদ: ফিলিস্তিনের গাঁজায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ই এপ্রিল) বাদ জোহর সকল ধর্মপ্রাণ মুসলমান ও সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ধুনট কেন্দ্রীয় বাজার মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধুনট বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। এতে বিভিন্ন ইসলামপন্থী দল ও ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করে।
আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, উপজেলা কওমী ওলামা পরিষদের প্রতিনিধি মাওলানা রবিউল ইসলাম রবি, ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ, খেলাফতে মজলিস ও জাতীয়তাবাদী ছাত্রদলের স্থানীয় নেতারা। কর্মসূচির শেষ পর্যায়ে সবার উপস্থিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্র সমন্নয়ক রুহুল আমিন নোমান, মুফতী আশেকে এলাহী শিবলী ও অন্যান্য আয়োজকরা।
বক্তারা বলেন, ফিলিস্তিনে যা ঘটছে, তা স্পষ্ট যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া। তারা মুসলিম উম্মাহর প্রতি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে জোরালো প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।
মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েলের বিচার চাই’ গাজা গণহত্যা বন্ধ করো’—এই ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।
উল্লেখ্য, এই কর্মসূচি আন্তর্জাতিক সংহতি প্ল্যাটফর্ম “The World Stops for Gaza” এর সাথে মিল রেখে আয়োজিত হয়েছে।