Home / বগুড়ার খবর / ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শেরপুর নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বগুড়ায় শহর জামায়াত । সোমবার (৭ এপ্রিল) শহরের বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে । মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর সভাপতি মোঃ আজগর আলি, শহর জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ আব্দুল হামিদ বেগ, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন। আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখন আনাদের মানবতা কোথায়?

বক্তারা আরও বলেন,মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমার ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।

আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us