Home / অপরাধ জগত / মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী খুন

মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আইনজীবী খুন

শেরপুর নিউজ ডেস্ক:
সিলেটের মৌলভীবাজারে সুজন মিয়া (৩৬) নামের জেলা বারের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভায় এ ঘটনা ঘটে।

সুজন মিয়া মৌলভীবাজার পৌর শহরের পূর্ব হিলালপুর গ্রামের বাসিন্দা। সদর মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সুজন মিয়া নিয়মিত শরীরচর্চা করতেন। রোববার জিমনেসিয়াম থেকে ফেরার পথে তিনি শহরের পৌরসভা প্রাঙ্গণে একটি ফুচকার দোকানে সামনে দাঁড়িয়ে ছিলেন। সেখানে কিশোরদের একটি গ্রুপের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সুজন মিয়াকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us