শেরপুর নিউজ ডেস্ক:
বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বগুড়ার শেরপুর উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন এবং সাধারণ শিক্ষার্থী ও জনতা। সোমবার বাদ আছর শেরপুর পৌর শহরের শাহী জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসষ্ট্যান্ড এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করেছে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, জাতীয় ওলামায়ে মাশায়েখ পরিষদ এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতা । তারা আলাদা আলাদা ব্যানারে মিছিল ও সমাবেশের মাধ্যমে ইসরায়েলের বর্বরতা ও দখলদার নীতির তীব্র নিন্দা জানান।
জামায়াতে ইসলামের সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব দবিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা নাজমুল হক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র তাদের উপর সন্ত্রাসী বর্বর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের প্রতি আমরা আহ্বান জানাবো ইসরাইলি হামলা বন্ধ করেন। আপনারা সারা বিশ্বে মানবতার শান্তির বুলি উড়ান ফিলিস্তিনে হাজার হাজার শিশু হত্যা চালাচ্ছে এখনে আনাদের মানবতা কোথায়?
বক্তারা আরও বলেন,মুসলিম বিশ্বকে জেগে উঠতে হবে। ফিলিস্তিনের প্রতিটি হত্যার প্রতিশোধ নিতে হবে।আমার ভাইদের রক্ত আমরা বৃথা যেতে দেবো না।
আমরা বাংলার জমিন থেকে বলতে চাই আল-আকসা আমাদের। ফিলিস্তিনকে তার সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে হবে। সেই সাথে দেশবাসীকে ইসরাইলি সকল পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।
ইসলামী আন্দোলন বাংলাদশেরসেমাবেশে বক্তব্য রাখেন শেরপুর শাখার সভাপতি মাও: মোকাল্লেম হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। তারা বলেন, “ইসরায়েল তার রাষ্ট্রীয় সন্ত্রাস ও দখলদারিত্বের মাধ্যমে হাজার হাজার নিরীহ শিশু, নারী ও বৃদ্ধকে হত্যা করছে। এই নির্মম হত্যাযজ্ঞ ইতিহাসে এক ভয়াবহ দৃষ্টান্ত হয়ে থাকবে। মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে গাজার পক্ষে অবস্থান নেওয়া।”
হেফাজতে ইসলামের স্থানীয় সংগঠক মতিউর রহমান লিটন, ইসমাইল হোসেন, আবু রায়হান ও নাইমুল ইসলাম বক্তব্য রাখেন । তারা বলেন, “ইসরায়েলের এই বর্বরতার পেছনে পশ্চিমা বিশ্বের দ্বিমুখী নীতিই দায়ী। যেখানে মানবাধিকারের বুলি আওড়ানো হয়, সেখানেই এখন নির্বিকারভাবে হাজারো মানুষের রক্তপাত ঘটছে। আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাই।”
জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদের সহ সভাপতি হেদায়েতুল্লাহ আজাদী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল-আমীন বলেন, “গাজায় আজ মানুষ পানি, বিদ্যুৎ, ওষুধ এবং খাদ্যের অভাবে ধুঁকছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নির্বিকার। জাতিসংঘ ব্যর্থ, ওআইসি নীরব—এই নীরবতা আরো ভয়াবহ বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।”
সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও জনতার সমাবেশে বক্তৃতা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইয়াসিন আলী হিমেল, সাদিকুর রহমান অয়ন, তানভির তুষার, তাহ্জিল ইসলাম মাহিন, আবু রায়হান ও আরাফাত রহমান মিলন। তারা বলেন, “এই গণহত্যা শুধু ফিলিস্তিনের নয়—মানবতার বিরুদ্ধে অপরাধ। আজ শিশুদের লাশ কাঁধে নিয়ে বিশ্ব বিবেক নিঃশব্দ! আমাদের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহসিকতার সঙ্গে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা সকল ধর্মপ্রাণ মুসলমান এবং মানবতাবাদী মানুষকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি জোরালো দাবি জানান—ইসরায়েলের এই বর্বর হামলা বন্ধ করতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।