সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে উন্নয়নের ১১ দফা দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুরে উন্নয়নের ১১ দফা দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, মিনি ষ্টেডিয়াম নির্মাণসহ উন্নয়নের ১১ দফা দাবী বাস্তবায়নে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার বাসষ্ট্যাণ্ড এলাকায় মানববন্ধন ও গণজমায়েত কর্মসুচীতে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো নারী-পুরুষ, শিক্ষার্থী-জনতা অংশ নেয়। শেরপুর উপজেলা স্বার্থ রক্ষা পরিষদ এই কর্মসুচির ডাক দেয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা স্বার্থরক্ষা পরিষদের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ।

তিনি বলেন, বিগত সরকারের সময় শেরপুর উপজেলায় কাংখিত কোন উন্নয়ন হয়নি। যার ফলে শেরপুর উপজেলা সম্ভাবনাময় হওয়া স্বত্ত্বেও পিছিয়ে পড়েছে। তাই শেরপুরের উন্নয়নে ১১ দফা দাবী পেশ করা হয়েছে। তা এলাকার মানুষের প্রাণের দাবী। এগুলো বাস্তবায়ন হলে শেরপুরের সকল শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে।

মানববন্ধনে শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, ব্যবসায়ী আশরাফ আলী, অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারী, শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক শাহজাহান আলী, রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হরিশংকর সাহা, সমাজসেবক আপেল মাহমুদ, জাহিদুল ইসলাম মুকুলসহ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে অবিলম্বে শেরপুরে ফ্লাইওভার নির্মাণ, গ্যাস সংযোগ প্রদান, পৌরসভার সীমানা বৃদ্ধি, পৌর কিচেন মার্কেট চালু, করতোয়া নদী খনন করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা, বাঙালী নদীতে ব্রিজ নির্মাণ, রেলষ্টেশন ও বাস টার্মিনাল নির্মাণ, ষ্টেডিয়াম নির্মাণ, শিশু পার্ক চালুসহ ১১ দফা দাবী উত্থাপন করা হয়।

Check Also

শেরপুর সাহিত্য চক্রের ৬২৬তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: ‘শেরপুর সাহিত্য চক্র’এর ৬২৬তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সংগঠনের সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us