Home / বগুড়ার খবর / শেরপুরে মুঠোফোনে ডেকে নিয়ে এক যুবক খুন

শেরপুরে মুঠোফোনে ডেকে নিয়ে এক যুবক খুন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে মুঠোফোনে ডেকে নিয়ে কাবিল উদ্দিন (৩৯) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে নিহতের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান তারা। মঙ্গলবার (০৮এপ্রিল) বেলা দশটার দিকে নিহত ওই যুবকের সন্ধান পান নিহতের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী (বস্তিপাড়া) গ্রামে। নিহত কাবিল উদ্দিন ওই গ্রামের শাজাহান আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি,পাশাপাশি জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ডের একজন কর্মী। তিনি গত সোমবার (০৭এপ্রিল) বিকেলে মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ নামক স্থানে অনুষ্ঠিত গ্রামীণ মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেনি। তবে ওইদিন রাত দশটা পর্যন্ত তাঁর স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। এ সময় তিনি বলেছেন প্রতিবেশি সজিব নামের এক যুবক তাকে দেখা করার জন্য মুঠোফোনে ডেকেছেন। তার সঙ্গে দেখা করেই বাড়ি ফিরবেন বলে স্ত্রীকে জানায়। কিন্তু রাতে আর সে বাড়ি ফিরেনি।

নিহত কাবিল উদ্দিনের স্ত্রী শাপলা খাতুন বলেন, মঙ্গলবার সকাল থেকেই তাঁর স্বামীকে নিকট আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু কোনো সন্ধান মেলেনি। একপর্যায়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে লাশের সন্ধান পান। এরপর জানতে পারেন, ঘটনার রাত তিনটার দিকে প্রতিবেশি সজিব (সম্পর্কে দেবর) তার স্বামীকে হাসপাতালে নিয়ে আসে। তবে মারা যাওয়ার পর হাসপাতাল থেকে সে পালিয়ে যায় । এতেই প্রমাণিত হয় সজিব ও তার সহযোগীরা স্বামী কাবিলকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। কিন্তু কেন তাকে খুন করা হয়েছে-সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি তিনি।

উপজেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি রেজাউল করিম বাবলু বলেন, সম্ভবত অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন কাবিল উদ্দিন। আর এই কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, কাবিল উদ্দিনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। নিহতের লাশ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। সেখানে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে। এছাড়া হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তবে নিহতের মোটরসাইকেলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র, রশি ও লোহার রড উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। অতি অল্প সময়ের মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে। পাশাপাশি ঘাতকদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে দাবি করেন তিনি।

Check Also

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us