Home / দেশের খবর / এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠান করতে সরকার কাজ করছে: তথ্য উপদেষ্টা

এফডিসিকে লাভজনক প্রতিষ্ঠান করতে সরকার কাজ করছে: তথ্য উপদেষ্টা

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। এখানে বেশ কিছু সংকট রয়েছে। তবে সেসব সংকট সমাধানে সরকার কাজ করছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিন এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘শুটিং-এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে। ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগাতে সবাইকে কাজ করতে হবে।’

এর আগে উপদেষ্টা বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন। এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিসহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

এমন এক বিশ্বে বাস করি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমান বিশ্বে চারদিকে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি থাকায় প্রস্তুতি না নিয়ে থাকা সম্ভব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us