Home / বিনোদন / ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

ঢাকা মাতাতে আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ। আগামী ১১ এপ্রিল ঢাকায় আসবেন এই গায়িকা। ইয়ামাহা মোটরসাইকেলসের একটি মেগা ইভেন্টে অংশ নেবেন। রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ওয়ান ট্রু সাউন্ড গ্র্যান্ড’ অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। ইয়ামাহা বাংলাদেশের ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্রথম প্লেব্যাকের সুযোগ পান আইমা। প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি। ‘কালাবাজ দিল’ গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ডে সেরা গায়িকার পুরস্কার পান এ গায়িকা।

 

এ ছাড়া ‘সাত দিন মোহাব্বত ইন’, ‘দ্য ডাংকি কিং’, ‘কাফ কাঙ্গানা’, ‘বাজি’ ইত্যাদি সিনেমায় গান গেয়ে আলোচনায় আসেন আইমা। তার গাওয়া ‘ফিতুর’, ‘আইটেম নাম্বার’, ‘গ্রুভ মেরা’ গানগুলো তরুণদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয়।

কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ তিন মৌসুমে গান গেয়েছেন আইমা। এ ছাড়া ২০২২ সালে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৭ম আসরে আতিফ আসলামের সঙ্গে ‘আগে দেখ’ ও গত বছর আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন আইমা।

Check Also

মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন

  শেরপুর নিউজ ডেস্ক: মডেল মেঘনা আলম জামিন পেয়েছেন। রাজধানীর ধানমণ্ডি থানায় তার নামে প্রতারণা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us