Home / রাজনীতি / শেরপুরে কাবিল উদ্দিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী

শেরপুরে কাবিল উদ্দিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া জেলার শেরপুর উপজেলায় জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বুধবার (৯ এপ্রিল) এ ঘটনায় লিখিত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়, ‘বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের জামায়াত কর্মী কাবিল উদ্দিনকে দুর্বৃত্তরা মুঠো ফোনে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিহত জামায়াত কর্মী কাবিল উদ্দিনের পরিবারের লোকেরা জানিয়েছেন যে, তাদের এলাকার দুর্বৃত্তদের অন্যায় ও অসৎ কাজে বাধা দেওয়ার কারণেই দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। জামায়াত কর্মী কাবিল উদ্দিনের হত্যার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

নিহত কাবিল উদ্দিনকে শহিদ হিসেবে কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি। আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন, আমীন।’

Check Also

জামায়াত ক্ষমতায় গে‌লে নারীরা কর্মক্ষে‌ত্রে নিরাপদ হ‌বেন: শ‌ফিকুর রহমান

শেরপুর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামী ক্ষমতায় গে‌লে নারীরা কর্মক্ষে‌ত্রে আরও নিরাপদ হ‌বেন ব‌লে দা‌বি ক‌রে‌ছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us