সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / পিছিয়ে পড়েও ভিলাকে হারালো পিএসজি

পিছিয়ে পড়েও ভিলাকে হারালো পিএসজি

 

শেরপুর নিউজ ডেস্ক:

হুট করে গোল খেয়ে অ্যাস্টন ভিলার কাছে পিছিয়ে পড়েছিল প্যারিস সেন্ট জার্মেই। তারপর ঘাম ছুটলো, তবে শেষ হাসি হেসেছে তারা। ফরাসি চ্যাম্পিয়নরা বুধবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে।

প্রথমার্ধে স্বাগতিকদের গ্যালারিতে নিস্তব্ধতা তৈরি করেন মর্গান রজার্স। উনাই এমেরির দলকে ৩৫তম মিনিটে এগিয়ে দেন তিনি।

পিএসজি দ্রুত ঘুরে দাঁড়ায়। দেসির দুয়ে, খভিচা কভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেসের গোলে সদ্য লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া দল প্রত্যাশিত জয় পায়। আর সব প্রতিযোগিতায় টানা সাত ম্যাচের জয়যাত্রা থেমে গেলো ভিলার। আগামী মঙ্গলবার ফিরতি লেগে বিশেষ কিছু করতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবকে।

ফ্রান্সে কতটা ঘৃণার পাত্র, এমিলিয়ানো মার্তিনেজ মাঠে প্রবেশ করতেই বুঝে যান। একের পর এক দুয়ো ও শিষ শুনতে হয়েছে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নায়ককে। তবে তা আমলে নেননি তিনি। আর্জেন্টাইন কিপার শুরুতেই ভিতিনহার নিচু শট আটকে দেন। তারপর জালের দিকে ছুটতে থাকা উসমান দেম্বেলের হাফ ভলিও থামান মার্তিনেজ।

শুরুতেই দুটি সেভে ভিলা কিপার নিজেকে প্রমাণ করেন। যদিও তার দল শুরু থেকে পিএসজির আক্রমণে চাপে ছিল। কিন্তু প্রথম পরিষ্কার সুযোগ থেকে প্রিমিয়ার লিগ দলই এগিয়ে যায়।

মাঝমাঠে মেন্দেসের ভুলে জন ম্যাকগিন বল পান। তিনি পাস দেন ইউরি তিয়েলমান্সকে। বেলজিয়ান ফাঁক খুঁজে পেয়ে রজার্সের দিকে বল বাড়ান, ঠাণ্ডা মাথায় তিনি জাল কাঁপান।

চার মিনিট পর পিএসজি সমতা ফেরায়। বক্সের প্রান্ত থেকে বাঁকানো শটে জালে বল ঠেলে দেন দুয়ে। লিভারপুলের বিপক্ষে শেষ ষোলোতে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি গোল করা ১৯ বছর বয়সী ফরোয়ার্ড তার ঝলক দেখালেন আরেকবার।

স্বাগতিকরা বিরতির পরও ভিলাকে চাপ দিয়ে খেলতে থাকে। মাঝমাঠে দারুণ সমন্বয়ে খবিচা কাছের পোস্ট থেকে লক্ষ্যভেদ করে স্কোর ২-১ করেন।

কাউন্টার অ্যাটাক থেকে আচরাফ হাকিমি আরেকটি গোল যোগ করতে পারতেন। কিন্তু মার্তিনেজ আপ্রাণ চেষ্টায় বল রুখে দেন।

পিএসজি পরে একটি পেনাল্টির দাবি জানিয়ে প্রত্যাখ্যাত হয়। হাকিমির একটি গোলও বাতিল হয় অফসাইডে। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেন্দেস ব্যবধান বাড়িয়ে নেন। এজরি কোন্সাকে কাট করে মার্তিনেজকে পরাস্ত করেন তিনি। আর্জেন্টাইন কিপার অবনত মাথায় মাঠ ছাড়েন।

Check Also

রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে বগুড়ার জয়জয়কার

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৩ এপ্রিল হতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us