শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধা গোপেশ চন্দ্র রায় আর নেই। শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের নববৃন্দাবনপাড়ায় বসবাস করে আসছিলেন।
তার পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তাকে ডাক্তারের কাছে নেয়া হলে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।