শেরপুর নিউজ ডেস্ক: ‘শেরপুর সাহিত্য চক্র’এর ৬২৬তম পাক্ষিক অধিবেশন শুক্রবার (১১ এপ্রিল) বিকালে সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়। অধিবেশনের শুরুতেই সুলতান মাহমুদ রনি সম্পাদিত “ভাস্বতী” সাহিত্য পত্রিকার ৩২তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আব্দুস সামাদ, আব্দুল জুব্বার, দ্বীপ সরকার, মতিউর রহমান মিলন, মো. মামুন চৌধুরী, আবু সাঈদ ফকির, মো. আমিনুল ইসলাম, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, মীর এনামুল হক, বি. এম. হাফিজুর রহমান, অনন্য রাসেল, মো. আব্দুল বারী, সুব্রত কুমার সেন, প্রতাপ সরকার, সুমন মোহন্ত, মো. আল আমিন সরকার, সৈকত চৌধুরী ও মোছা. ফারজানা আকতার।
সুকুমার সরকার রচিত কবিতা পাঠ করেন বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।চন্দন কুমার ও মো. শামছ উদ্দিন ফিজার’এর কৌতুক পরিবেশন অধিবেশনে ভিন্ন মাত্রা যোগ করে।
উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, মো. আজিজুল হক, মো. গোলাম রসুল, নীল মাধব পাল, মো. রুহুল আমিন ত্বহা, মুহাম্মাদ সাইফুল ইসলাম, সাকিল মাহমুদ, মো. নাহিদ আল মালেক, শাহনাজ পারভীন, শামীম আরা, রনি বর্মন, মুসান্না হাবিব, তোফাজ্জল হোসেন, সরোয়ার হোসেন রাসেল, জুলফিকার আলী ও রনজিৎ কুমার। সমালোচনার দায়িত্ব পালন করেন, দ্বীপ সরকার ও জীবন সাহা।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।