সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / চিলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফুটবল সমর্থকের মৃত্যু

চিলিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফুটবল সমর্থকের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে গত রাতে কোলো কোলোর বিপক্ষে খেলতে চিলিতে গিয়েছিল ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। খবর সিএনএনের।

চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চড়াও হতে বাধ্য হয়। এতে দুজন প্রাণ হারান।

সংঘর্ষে হতাহতের ঘটনায় ম্যাচটি বাতিল করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যে ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামের কাছে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহাত। আমরা নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজনই অল্প বয়সী। একজন ১৩ বছরের বালক, অন্যজন ১৮ বছরের তরুণী। ওই তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, গুরুতর আহত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

বারবারা পেরেজের দাবি, তার বোন স্টেডিয়ামে ধসে পড়া একটি বেষ্টনীর নিচে আটকা পড়েন। এ সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। নিহত তরুণীর কাছে টিকিট ও পরিচয়পত্রও ছিল বলে দাবি বারবারার।

পুলিশের গাড়ি সমর্থকদের চাপা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে

এ ব্যাপারে চিলির কৌঁসুলি ফ্রান্সিসকো মোরালেস বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, সংঘর্ষে ধসে পড়া বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাদের মৃত্যুর সঙ্গে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

চিলির উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আলেক্স বাহামোন্দেস বলেছেন, ‘এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তার বিবৃতি নেওয়া হচ্ছে।’

Check Also

রাজশাহী বিভাগীয় অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলে বগুড়ার জয়জয়কার

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী ২৩ এপ্রিল হতে অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us