সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার!

শেরপুর নিউজ ডেস্ক:
কারাভোগের পর কারাগারেই বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (৯ এপ্রিল) তাদের বিয়ে হয় কারাগারে। বরের নাম শিমুল, আর কনে মিতা। ঘটনাটি ঘটেছে সিলেটে।

ব্যতিক্রম এই বিয়েটি পড়ান কাজি সজিব আহমেদ তালুকদার।

বিয়ের কাজি জানান, শিমুলের সাথে মিতার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের সম্পর্ক চলাকালীন একপর্যায়ে ওই তরুণী ৩ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে শিমুলকে নানাভাবে বিয়ের জন্য চাপ দেন তিনি। কিন্তু শিমুল নানা অজুহাতে বিয়ে না করে এক পর্যায়ে পালিয়ে যান।

এমন চাঞ্চল্যকর ঘটনায় কনের বাবা বাদি হয়ে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই মামলায় শিমুল কারাগারে বন্দি আছেন।

এদিকে কাজি সজিব আহমেদ তালুকদার জানান, সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন।

পরে উচ্চ আদালতের নির্দেশে উভয়পক্ষের সম্মতিতে এবং তাদের অভিভাকদের উপস্থিতিতে বুধবার (৯ এপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন কারাগারে ৫ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে হয়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন কারাগারের জেলার আরিফুর রহমান বলেন, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে হয়েছে। বিয়ে চলাকালীন সময়ে কারাগারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর-কনের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

Check Also

ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির

শেরপুর নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us