সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন

গাজায় গণহত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন

 

শেরপুর নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জমিয়তে শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ।

শুক্রবার (১১ এপ্রিল) বেলা ২ টায় বাসট্যান্ড কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের সামনে উপজেলা শুব্বানের সাবেক সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা জমিয়তে আহলে হাদিসের সহ-সভাপতি মাওলানা ফাইজুর রহমান, মাওলানা রেজাউল করিম, প্রফেসর শফিউল্লাহ, অন্তর, মুবাশ্বির প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপি মুসলিম রাষ্ট্রসমূহকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ।

এই বর্বরতা বন্ধ করতে হবে। তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেয়া ও ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। এছাড়াও যে সকল দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে সেসব দেশকে বয়কট করার দাবি জানান।

Check Also

শেরপুরে উপজেলা জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us