সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : মুফতি ফয়জুল করীম

সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে : মুফতি ফয়জুল করীম

শেরপুর নিউজ ডেস্ক:

সংস্কার ব্যতীত নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, নির্বাচন দিবে প্রশাসন। প্রশাসন কি সংস্কার হয়েছে? তাহলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে কারা, করবে কারা? আবারও দখলবাজি হবে, আবারও খুন-খারাপি হবে, আবারও ভোট চুরি হবে, এমন নির্বাচন আমরা চাই না। প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আমরা চাই গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনে দখলবাজি হবে না, জবরদস্তি হবে না। যে নির্বাচনে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত রায়পুর উপজেলার তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, যারা আজকে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, খুঁজে নেন অতীতে তারা কি করেছে। চাঁদাবাজ, দখলবাজ, ধর্ষকদের ক্ষমতায় নেওয়া যাবে না। আদর্শবান, ক্ষমতাবান, নীতিবান মানুষকে ক্ষমতায় নিতে হবে। তাহলে মানুষের মুক্তি মিলবে।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। মানুষ বারবার আন্দোলন সংগ্রাম করেছে। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে হাসিনা সরকারের পতনের মাধ্যমে মানুষ আবার স্বাধীন হয়েছে। আমরা রিস্ক নিয়ে আন্দোলন করেছি সরাসরি। কিন্তু আজকে অনেকে চাঁদাবাজি-দখলবাজি করছে। চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমরা সরাসরি আন্দোলনে ছিলাম, কিন্তু অনেকে বলেছে আন্দোলনের আমাদের সম্পৃক্ততা নেই। আন্দোলনে জয়ী না হলে আমাদের অস্তিত্ব থাকত না, কিন্তু বাকিরা তালে তাল মিলিয়ে টিকে যেত। এ দেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না।

মুফতি ফয়জুল করীম বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েক দিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাও. মাহমুদুল হাসান প্রমুখ।

Check Also

বিগত ১৫ বছরে নববর্ষ পালন নিয়েও ষড়যন্ত্র হয়েছে: রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৫ বছরে নববর্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us