শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ছাত্র-জনতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রাণকেন্দ্রে সাতমাথায় সমবেত হন। এরপর মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসরায়েল বিরোধী বক্তব্য রাখেন সাকিব খান, তালহা ও জুবায়ের। এসময় বিক্ষোভকারীরা নানা ধরনের ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন।
এসময় তারা গাজায় গণহত্যার বিচার, অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধসহ সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে একই কর্মসূচি পালন করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।
পরে ক্যাম্পাসসংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিশু হত্যা বন্ধ করো, ফ্রি প্যালেস্টাইন, এবং নীরবতা মানেই সহমত লেখা প্ল্যাকার্ড বহন করে। তারা ইসরায়েল বিরোধী নানা স্লোগানও দেন। বক্তারা গাজায় চিকিৎসক এবং ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিতদের হত্যা করা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেনও উল্লেখ করেন।