সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আইপিএলে অভিষেক ঝড়ে বিধ্বস্ত পাঞ্জাব

আইপিএলে অভিষেক ঝড়ে বিধ্বস্ত পাঞ্জাব

শেরপুর নিউজ ডেস্ক:
আইপিএলে ২২ গজে রানের বন্যা বইয়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার অভিষেক শর্মা। তার বিস্ফোরক ইনিংসে উড়ে গেছে পাঞ্জাব কিংস। শনিবার আগে ব্যাটিং করে পাঞ্জাব ২৪৫ রান করেছিল। অভিষেকের দিনে এই রান যেন মামুলি হয়ে দাঁড়িয়েছে। ৫৫ বলে তার খেলা ১৪১ রানে ৯ বল আগেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে হায়দরাবাদ।

হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে ২৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সমান তালেই লড়ছিল হায়দরাবাদ। প্রথম উইকেট জুটিতে ট্রেভিস হেড ও অভিষেক মিলে গড়েন ১৭১ রানের জুটি। হেড ৩৭ বলে ৬৬ রানের ইনিংস খেলে আউট হলেও চাপে পড়তে হয়নি হায়দরাবাদকে, মূলত অভিষেকই দলকে চাপে পড়তে দেননি। দ্বিতীয় উইকেটে হাইনরিখ ক্লাসেনের সঙ্গে গড়েন ৫১ রানের জুটি। জয় থেকে ২৩ রান দূরে থাকতে আউট হন অভিষেক। তার ১৪১ রানের আগ্রাসী ইনিংসই ম্যাচের রং বদলে দিয়েছে। অভিষেকের ব্যাটে ভেঙে গেছে আইপিএলে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। লোকেশ রাহুলের অপরাজিত ১৩২ রানের রেকর্ড ভেঙে নতুন নজির গডড়েছেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার এবং ১০টি ছক্কার মার। শেষে ক্লাসেন ১৪ বলে ২১ এবং ঈশান কিশান ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন।

পাঞ্জাবের বোলারদের মধ্যে আর্শ্বদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট নিয়েছেন।

এরআগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক। প্রথম থেকে আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার প্রিয়াংশ আর্য এবং প্রভশিমরন সিংহ। প্রিয়াংশ করেন ১৩ বলে ৩৬। ২টি চার এবং ৪টি ছয় মারেন তরুণ ব্যাটার। প্রভশিমরনের ব্যাট থেকে এসেছে ২৩ বলে ৪২ রান। তিন নম্বরে নেমে প্রায় শেষ পর্যন্ত দলের ইনিংস টেনে নিয়ে যান অধিনায়ক শ্রেয়াস। ৬টি করে চার এবং ছক্কার সাহায্যে ৩৬ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি।

আইপিএলে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচ করার নজির গড়েছেন মোহাম্মদ শামি। ৪ ওভারে ৭৫ রান খরচায় ছিলেন উইকেট শূন্য। হর্ষল প্যাটেল চারটি ও এশান মালিঙ্গা নিয়েছেন দুটি উইকেট।

Check Also

হলিউডের অ্যাকশন মুভিতে ক্রিশ্চিয়ানো রোনালদো

শেরপুর নিউজ ডেস্ক: ফুটবল মাঠে একের পর এক রেকর্ড ভেঙেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ পেরোনো এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us