সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ‘মার্চ ফর গাজা’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ‘মার্চ ফর গাজা’

শেরপুর নিউজ ডেস্ক:
গাজায় ইসরায়েলের দেড় বছরেরও বেশি সময় ধরে চলা সামরিক অভিযানের প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের রাজধানী ঢাকায় এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ অংশ নেন। মার্কিন বার্তা সংস্থা এপি, প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট, ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট ও মধ্যপ্রাচ্যের আরব নিউজসহ বিশ্বের একাধিক সংবাদমাধ্যমে এই সমাবেশের খবর প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, প্রায় এক লাখ মানুষ ঢাকার রাজপথে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

 

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ‘স্বাধীন ফিলিস্তিন’ স্লোগান দিতে দিতে ফিলিস্তিনি পতাকা উড়িয়েছেন এবং হতাহত ফিলিস্তিনিদের প্রতীকী কফিন বহন করেছেন।

আরব নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ঢাকার সমাবেশে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সমাবেশ।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, সমাবেশে বিএনপি ও বিভিন্ন ইসলামি দলের সমর্থন ছিল উল্লেখযোগ্য।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, ‘বাংলাদেশের মানুষ তাদের সরকারের ফিলিস্তিন-সমর্থনকারী নীতির পাশাপাশি বিশ্ব নেতাদের ভূমিকারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।’

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতীকী ছবিতে জুতা মেরে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলও বাংলাদেশের এই বিক্ষোভ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সিটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এশিয়ার বিভিন্ন দেশে ফিলিস্তিনি সংহতির এমন ব্যাপক প্রদর্শন বিরল।’

Check Also

সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সৌদি আরবে গত এক সপ্তাহে ২০ হাজার ৬৮৮ জন অবৈধ প্রবাসীকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us