সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

মুক্তি পেলেন নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা জাকির খান

শেরপুর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান প্রায় দুই যুগ পরে কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ এলাকা দেওভোগে যান। আজ রবিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা কারাগারের মূল ফটকের সামনে জাকির খানের মুক্তির অপেক্ষা করতে থাকেন তার স্বজন ও সমর্থকরা। পরে বেলা ১১টার দিকে কারগার থেকে বের হয়ে আসলে স্বজন ও সমর্থকরা জেলগেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ প্রকাশ করেন কারামুক্ত জাকির খান। পরে নেতাকর্মীদের নিয়ে নগরীর চাষাড়া হয়ে বি.বি রোড দিয়ে নিজ এলাকা দেওভোগে পৌছান।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ জাকির খানের মুক্তির বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন। এই কর্মকর্তা আরও বলেন, একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।

এদিকে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২ মামলায় তিনি খালাস পেয়েছেন এবং একটি মামলায় তিনি জামিনে আছেন। এই আইনজীবি আরো বলেন, অনেক আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য চারটি হত্যা মামলাসহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিলো, ২০০৩ সালে সাব্বির হত্যা মামলার পর জাকির খান দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান। এরপর প্রায় দুই দশক দেশে না থেকে ২০২১ সালে ভারত হয়ে ফের দেশে আসেন। র্যাব জানিয়েছিলো, নব্বইয়ের দশকে জাতীয় পার্টির ছাত্রসংগঠন থেকে রাজনীতিতে যাত্রা শুরু করেন জাকির। পরে তিনি বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের নেতৃত্বে আসেন।

Check Also

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us