শেরপুর নিউজ ডেস্ক: ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে জুমার নামাজ একই সময়ে আদায়ের আহ্বান জানিয়েছে, যাতে সময়ের ভিন্নতার কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করা যায়।
রোববার প্রতিষ্ঠানটি থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, দেশের সব মসজিদে প্রতি শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে একযোগে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা নিতে হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান স্বাক্ষরিত এ চিঠি বিভাগীয় পরিচালক ও জেলা উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “বিভিন্ন মসজিদে জুমার নামাজ ভিন্ন সময়ে আদায় করা হয়, কোথাও ১টায়, কোথাও ১টা ৩০ এ, আবার কোথাও ১টা ৫০-এ। এই সময়ের বৈচিত্র্য বিশেষ করে সফররত বা পথচারী মুসল্লিদের জন্য বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।”
এই পরিস্থিতি নিরসনে এবং মুসল্লিদের সুবিধার্থে সারাদেশে এক সময় অর্থাৎ দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ফাউন্ডেশন।