শেরপুর নিউজ ডেস্ক:
সুদানে আল-ফাশার শহরের কাছে অবস্থিত জামজাম উদ্বাস্তু শিবিরে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) ভয়াবহ হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন ত্রাণ সংস্থা। কেউ কেউ এই ঘটনাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে নৃশংস অপরাধগুলোর একটি বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দফার একাধিক হামলা শুক্রবার ও শনিবার পর্যন্ত চলতে থাকে। অধিকার সংস্থা ‘জেনারেল কো-অর্ডিনেশন অব ডিসপ্লেসড পার্সনস অ্যান্ড রিফিউজিস’ জানিয়েছে, হামলায় ঘরবাড়ি, বাজার ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, হামলায় শত শত মানুষ হতাহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। সংস্থাটি এই হামলাকে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে।
এ সপ্তাহের শুরুতে আবু শউক শিবিরে আরেকটি হামলায় ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল বলে সংস্থাটি জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, আল-ফাশারের মানবিক পরিস্থিতি ভেঙে পড়ছে। খাদ্য সংকট, ওষুধের অভাব এবং চরম নিরাপত্তাহীনতা এখন নিয়মিত চিত্র।
জাতিসংঘের মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টাইন এনকুয়েতা-সলামি বলেছেন, জামজাম ও আবু শউক শিবিরে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই দুটি শিবিরে সাত লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন।
হতাহতের কোনও সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
এদিকে, জামজামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে আরএসএফ। তারা দাবি করেছে, যেসব ভিডিওতে বেসামরিক মানুষের দুর্ভোগ দেখানো হয়েছে, সবকিছু সেনাবাহিনীর অপপ্রচার।
মানবাধিকার সংস্থা ও স্থানীয় নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং ত্রাণকর্মীদের জন্য নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সুদানে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে যুদ্ধ শুরু হয়। এই সংঘাত দেশটিতে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা ভেঙে দিয়েছে।