শেরপুর নিউজ ডেস্ক:
ভাসানী অনুসারী পরিষদ থেকে ‘ভাসানী জনশক্তি পার্টি’ নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এক প্রতিনিধি সম্মেলনে দলটি আত্মপ্রকাশ করে।
প্রতিনিধি সম্মেলন উদ্বোধন করেছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
দলটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবু ইউসুফ সেলিম।
এ সময় দলটির পক্ষ থেকে ২১ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়াও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, জাগপা’র সহ-সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।