শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন হচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে এতে পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর প্রশাসক মাসুম আলী বেগ,সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এই আনন্দ শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, জাতীয় ফুল ফল প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন।
শহরের সাতমাথায় দিন বদলের মঞ্চ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তি তৌফিকুল আলম টিপু।
বেলা ১২ টায় শহরে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। অং্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে বর্ণিল সাজে অংশগ্রহন করেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রিয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
শহরের পৌর পার্কে জাসাস জেলা শাখার উদ্যোগে সাতদিন ব্যাপি বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রমুখ।