সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৫

বগুড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ৫

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মসজিদ পাড়া হাজী মহল্লার সিদ্দিক মিয়ার ছেলে আফজাল হোসেন (২০), বগুড়ার আদমদিঘী উপজেলার বশিকোড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩২), একই উপজেলার আক্কাস আলীর ছেলে রবিউল ইসলাম (৩৮), রাধানগর চন্দরসারের মৃত মোস্তফা মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৪১) এবং আশকর আলী মৃধার ছেলে রফিকুল ইসলাম বুলবুল (৪৮)। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ডিবির একটি টিম তিনমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে প্রাইভেটকারটির পিছনে বেকডালার ভেতরে লুকিয়ে রাখা ৫টি নীল রংয়ের পলিথিন ব্যাগে প্রতিটি ২ কেজি করে সর্বমোট ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন হচ্ছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল নয়টায় জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us