সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

আলোচনা-ঐক্যের মাধ্যমে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে

শেরপুর নিউজ ডেস্ক: চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আলোচনা ও জাতীয় ঐক্যের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপসহ সকল রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব। নিঃসন্দেহে ঐক্য গড়ে তোলা সম্ভব।”

নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, “এই বৈশাখ অতীতের সব জঞ্জাল সরিয়ে একটি নতুন, সুন্দর বাংলাদেশ গড়ার পথ উন্মোচন করবে।”

এর আগে, গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে যান তিনি। এর আগেও, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একই উদ্দেশ্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন তারা।

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দী থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুরে চিকিৎসা নেন তিনি এবং তখন থেকেই প্রতিবছর নিয়মিতভাবে ফলোআপের জন্য সেখানে যেতে হয় তাকে।

Check Also

এনসিপির গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us