শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরের রহিমা নওশের আলী ডিগ্রী কলেজের গর্ভনিং বডির সভাপতি পদে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুকে পুর্নবহাল এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ এসএম আসাদুজ্জামানের অপসারণের দাবী জানিয়েছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবী জানান।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু। এসময় জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলহাজ¦ মাহবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, বিএনপি নেতা মাহবুবার রহমান, মামনুর রশিদ আপেল, মোয়াজ্জেম হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শেরপুরের ছোনকায় অবস্থিত রহিমা নওশের আলী ডিগ্রী কলেজে ২০০৪ সালে সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। ২০২৪ সালে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর তিনি এডহক কমিটির সভাপতি হন। বিগত ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তিনি নিয়মিত কমিটির গর্ভনিং বডির সভাপতি মনোনীত হয়। এরপর তিনি বিগত সময়ে অধ্যক্ষ এসএম আসাদুজ্জামানের দুর্নীতির হিসাব চাওয়ায় তিনি ষড়যন্ত্র করে জাতীয় বিশ^বিদ্যালয়ে ভুল তথ্য দিয়ে তাকে গত ১৩ এপ্রিল সভাপতি পদ থেকে অপসারণ করেন।
সভায় বক্তারা উপজেলা বিএনপির সভাপতিকে কলেজের সভাপতি পদ থেকে অপসারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জানিয়ে দ্রুত কলেজের সভাপতি পদে শহিদুল ইসলাম বাবলুকে পুর্নবহাল এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ এসএম আসাদুজ্জামানের দুর্নীতির তদন্ত করে তাকে ওই পদ থেকে অপসারণের দাবী জানান। তা না হলে শেরপুরের সর্বস্তরের জনগণকে সঙ্গে করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে প্রতিবাদ সভায় বলা হয়েছে।