শেরপুর নিউজ ডেস্ক:
বাংলা নতুন বছর উপলক্ষে নতুন গান প্রকাশ করলেন কণ্ঠশিল্পী এম এস দৌলা। গানের শিরোনাম ‘অভিযোগ’। গানের কথা লেখার পাশাপাশি ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। এটি পহেলা বৈশাখে দৌলা প্রডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন মারুফ তানভীর। গানে দৌলার সঙ্গে মডেল হয়েছেন আনিকা। নতুন গান প্রসঙ্গে দৌলা বলেন, ‘অভিযোগ’ শুধু একটি সংগীত প্রজেক্ট নয়, এটি আমার অনুভূতির একটি এক্সপ্রেশন, যা শ্রোতাদের শোনার এবং অনুভব করার জন্য তৈরি। আশা করছি, গানটি সবাই ভালোভাবে গ্রহণ করবেন। এটি শ্রোতার মন ছুঁয়ে যাবে। গানটি পহেলা বৈশাখে আমার ভক্ত শ্রোতাদের জন্য ভালোবাসার উপহার।’ তিনি আরও বলেন, ‘বৈশাখের প্রথম দিনটি যেমন নতুন শুরুর, আনন্দ এবং উদযাপনের দিন, তেমনি এই গানটি আপনাদের জন্য একটি নতুন অনুভূতির সূচনা হবে। শ্রোতারা সবসময়ই ভালোবাসা দিয়ে আসছেন। আপনাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। তাই, এই গানটির মাধ্যমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আশা করি, গানটি শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেবে।’
