শেরপুর নিউজ ডেস্ক:
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের থাইল্যান্ড ও আয়ারল্যান্ড নারী দলকে হারিয়ে চুড়ান্তপর্বে যাওয়ার পথে এগিয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৫এপ্রিল) স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ করে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ। রেকর্ড পুঁজির ভিত এদিনও গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১ চারে ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করেন তিনি। আর ফারজানা ও শারমিন দুজনেই ফিরেন ৫৭ রানে । তাতেই থাইল্যান্ডের বিপক্ষে গত সপ্তাহে ৩ উইকেটে করা ২৭১ রানের পুঁজিকে ছাড়িয়ে গেছে দলটি।