শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বারোদুয়ারি গরুহাটি এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকের নাম সাব্বির হোসেন। সে খন্দকারটোলা ফজলুর মোড় এলাকার মোতালেব হোসেনের ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুর দেড়টার দিকে সাব্বির হোসেন তার লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলটি গরুহাটি এলাকায় রেখে বাজার করতে যান। বাজার শেষে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজখবরের পর কোথাও না পেয়ে পরবর্তিতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, চোরকে গ্রেফতার ও মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের টিম কাজ করছে।