শেরপুর নিউজ ডেস্ক:
এক কোটি দুই লাখ টাকা মূল্যের ইয়াবাসহ সাথী আক্তার রিক্তা নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
রাজধানীর মিরপুর-১১ সেকশনের একটি বাসা থেকে এক কোটি দুই লাখ টাকা মূল্যের ইয়াবাসহ সাথী আক্তার রিক্তা নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএনসি’র ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়। এ সময় তার কাছ থেকে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএনসি জানিয়েছে, রিক্তা তার স্বামী মো. সানজিদ হোসেনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে দীর্ঘদিন ধরে ইয়াবা এনে রমরমা মাদক ব্যবসা করে আসছিলেন।
ডিএনসি’র ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. মানজুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “টেকনাফ থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকায় প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৪ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাথী আক্তার রিক্তাকে গ্রেফতার করা হয়।”
গ্রেফতারকৃত রিক্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এবং তার স্বামী ভাড়াকৃত ফ্ল্যাটে বসেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্বামী-স্ত্রী মিলে প্রায়শই টেকনাফ গিয়ে ইয়াবার চালান সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় পাইকারি সরবরাহ করতেন।
গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মো. মানজুরুল ইসলাম।