সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

আগামী রমজানের আগে নির্বাচন চায় জামায়াত

শেরপুর নিউজ ডেস্ক: আগামী রমজানের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টায় মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, ঝড়ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে। তখন ইলেকশন না হওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা চাচ্ছি ঐ আশঙ্কার আগেই রমজানের আগেই নির্বাচনটা হয়ে যাক।

জামায়াতের আমির বলেন, রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের সঙ্গে বৈঠকে বসেছে। আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি! তারা জানতে চেয়েছে নির্বাচন কবে হবে, কিভাবে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে ইকোনমিক পলিসি ও ফরেন পলিসি কি হবে সেটা জানতে চেয়েছে। রিজিয়নের বিষয়গুলো সম্পর্কে জানতে চেয়েছে। আমরা এসব বিষয়ে খোলামেলা কথা বলেছি। তারা মাইনরিটি, ওয়েমন রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছে।

তিনি আরও বলেন, “আমরা তাদেরকে অনুরোধ করেছি, আমাদের দেশ একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই সময় আমেরিকার পক্ষ থেকে যে ৩৭ শতাংশ ট্যারিফ আরোপ করেছে সেটা যেন তারা পুনর্বিবেচনা করে। আমরা আশা করি তারা এটুকু সহযোগিতা আমাদের করবেন।”

জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াত। একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচন করার প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান ডা. শফিকুর রহমান।

বৈঠকে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান চৌধুরী।

Check Also

পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে,রোডম্যাপ দেন: মির্জা ফখরুল

  শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us