সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর কারাদন্ড

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামীর কারাদন্ড

শেরপুর নিউজ ডেস্ক:

 

বগুড়ায় গাবতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটসহ নির্যাতনের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় অভিযুক্ত পলাতক আসামি জিহাদ হাসানকে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডদেশ প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি গাবতলী উপজেলার মহিষাবানের মৃত আমিনুল ইসলামের ছেলে। এই মামলার অপর আসামি জুলেখা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওায় তাকে খালাসের আদেশ দেওয়া হয়। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ গত মঙ্গলবার এই মামলার রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, গাবতলী উপজেলা তরফমেরু গ্রামের দৌলতজ্জামান দুলুর মেয়ের মায়া আক্তার মলির সাথে জিহাদ হাসানের গত ২০১৭ সালের ১৬ এপ্রিল বিয়ে হয়। বিয়ের পর আসামি জিহাদ হাসান তার স্ত্রীর কাছ থেকে ৮ লাখ টাকা যৌতুক হিসাবে দাবি করে। যৌতুকের দাবিকৃত টাকা মলি এনে দিতে অপারগতা প্রকাশ করলে আসামি তার স্ত্রীকে গত ২০২০ সালের ২৭ জানুয়ারি রাত ৯টার দিকে নিজবাড়িতে মারপিটসহ শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।

আহত মলি গবতলী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে এবং নিজে বাদি হয়ে এই মামলা দায়ের করেন। আসামি পলাতক থাকায় গ্রেফতারের পর থেকে তার সাজা কার্যকর হবে। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. মোজাম্মেল হক এবং আসামি পক্ষে এড. আব্দুল মোন্নাফ।

Check Also

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us