সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / তাড়াশে ব্যাটারি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি,গ্রেফতার ৫

তাড়াশে ব্যাটারি কারখানায় দুর্ধর্ষ ডাকাতি,গ্রেফতার ৫

 

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩৮ লাখ টাকার মালামাল লুট করেছে সংঘবদ্ধ ডাকাতচক্র। এদিকে ঘটনার দু’দিন পর জড়িত ৫ ডাকাতকে গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. নাজমুল হক। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর জেলার শ্রীপুর থানার বেতজুরী গ্রামের মো. ওহাব আলী পলানের ছেলে মো. ওয়াসিম পলান (২৩), একই থানার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাচানদিঘী গ্রামের মৃত মজনুর ছেলে মো. ইয়াকুব শাহ (২৩) একই উপজেলার বড় পাওতা গ্রামের মো. দবির শেখের ছেলে মো. শামীম হোসেন (৩৪) ও পলাশী গ্রামের মো. মজনু প্রামাণিকের ছেলে মো. লাবু প্রামাণিক (৪০)।

এসআই নাজমুল জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদার খাল এলাকায় নওগাঁ জেলার মো. শয়নুল ইসলাম ও তাড়াশের মো. আব্দুল হাদি যৌথভাবে কারখানা স্থাপন করেন। সেখানে পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারী গলিয়ে সীসা বের করা হতো।

গত রোববার রাতে সেখানে শ্রমিকরা কাজ করছিল। এ অবস্থায় গভীর রাতে ২৫/৩০ জন সংঘবদ্ধ ডাকাত চাইনিজ কুড়াল, হাসুয়া, ছোড়া, রামদা, লোহার রড, লাঠি সোটা নিয়ে কারখানার ভিতরে ঢুকে ম্যানেজারকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং সকল শ্রমিকের হাত-পা রশি দিয়ে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে।

ডাকাতদল ম্যানেজারের কাছে থাকা ৭০ হাজার টাকা, মোট ১৪ টি ফোন কেড়ে নেয় এবং একটি বড় কাভার্ড ভ্যান কারখানায় ঢুকিয়ে পুরাতন ১০টন ব্যাটারীর প্লেট, ৩টন সীসা, ১২শ’ কেজি ব্যাটারীর কানেক্টিন লুট করে নিয়ে যায়। লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৩৮ লাখ টাকা। এ ঘটনায় তাড়াশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

Check Also

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পুর্তি

শেরপুর নিউজ ডেস্ক: আজ ২৪ এপ্রিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনা রানা প্লাজা ধসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us