সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / মাদকাসক্ত অভিনেতার হয়রানির বিবরণ দিলেন অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস

মাদকাসক্ত অভিনেতার হয়রানির বিবরণ দিলেন অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস

শেরপুর নিউজ ডেস্ক:

গেল বছর মালায়লাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যখন যৌন হেনস্তা ও মাদক সেবনের মত গুরুতর বিষয় একের পর এক সামনে আসা শুরু হয়েছিল সেসময় প্রতিবাদী কণ্ঠ ছিলেন মালায়লাম অভিনেত্রী ভিন্সি অ্যালোশিয়াস। সেসময় ভিন্সি জানান, তিনি মাদক সেবন করে এমন কোনও অভিনেতাদের সঙ্গে কাজ করবেন না। তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই ওঠে বিতর্কের ঝড়। খানিকটা হেনস্তার শিকারও হতে হয় অভিনেত্রীকে।

অবশেষে সেই মন্তব্যে কারণ নিয়ে মুখ খুললেন নায়িকা। জানালেন, কীভাবে এক মাদকাসক্ত সহ-অভিনেতা একটা সেটে তার সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ভিন্সি বলেন, কয়েকদিন আগে, একটি মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠানে বলেছিলাম। আমি আমার পরিচিত যারা মাদকসেবন করেন তাদের সঙ্গে আর সিনেমা করব না- এই মন্তব্যের পর বেশ কিছু মন্তব্য আমার দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল। তখন মনে হয়েছিল আমি কেন এমন কথা বলছি তা, সকলের কাছে স্পষ্ট করা উচিত।

এই অভিনেত্রী বলেন, ‘আমি এমন একটা ছবিতে কাজ করছিলাম যেখানে একজন প্রধান চরিত্রের অভিনেতা মাদক সেবন করতেন। শুধু তাই নয়, বাজে আচরণও করতেন। আমার পোশাক নিয়ে তার সমস্যা ছিল। হঠাৎ সবার সামনে আমায় বলেন, পোশাক ঠিক করতে হবে। মাদকের নেশা এতটাই ছিল যে তিনি জোর করে আমার পোশাক ঠিক করতেও এগিয়ে আসেন।

ভিন্সির কথায়, ‘একটি দৃশ্যের মহড়ার সময় তার মুখ থেকে সাদা কিছু টেবিলের উপর পড়ে। সবটা থেকে বোঝা যাচ্ছিল তিনি সেটেও মাদক সেবন করছিলেন। এতে শুধু আমি নয়, সেটে থাকা সকলেই বেশ বিরক্তি হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে মাদক ব্যবহার করা একটা অন্য বিষয়। সেটা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন এটা আপনার কাজের পরিবেশকে প্রভাবিত করে, তখন সেটা মোটেও গ্রহণযোগ্য নয়।’

ভিন্সির ভাষ্য, ‘আমি এভাবে কাজ করতে চাই না। ওই অভিনেতার ব্যাপারটা সবাই জানতেন, পরিচালক তার সঙ্গে কথাও বলেন। কিন্তু কোনও লাভ হয়নি।’ সূত্র: হিন্দুস্থান টাইমস ও ইন্ডিয়া টুডে।

Check Also

বিয়ের জন্য পাত্র পাচ্ছেন না সংগীতশিল্পী মিলা ইসলাম!

  শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম। দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন ‘বাবুরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us