সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

শেরপুর নিউজ ডেস্ক:
দুই দলের লড়াই একসময় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এখন আবেদন কমে গেছে অনেকটাই। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত পরশু ঢাকায় এসেছে জিম্বাবুয়ে।

ক্রেইগ আরভিনের নেতৃত্বাধীন দলটি গতকাল সকালে গেছে সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু রোববার। এই ম্যাচ ৫০ টাকা হলেই দেখা যাবে।

 

শহীদ তুরাব স্ট্যান্ড, ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট) ও গ্রিন হিল এরিয়ায় বসে খেলা দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকায়। সর্বোচ্চ ৫০০ টাকা টিকিটের দাম ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের। এ ছাড়া ক্লাব হাউস ২৫০, ইস্টার্ন গ্যালারির টিকিট (২ নম্বর গেট) পাওয়া যাবে ১৫০ টাকায়।

ম্যাচের আগের দিন শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট পাওয়া যাবে স্টেডিয়ামের সামনের কাউন্টারে। রোববার থেকে মধুমতি ব্যাংকের আম্বরখানা ব্রাঞ্চে দেওয়া হবে টিকিট।

জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ সামনে রেখে গত সোমবার পুরোদমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আজও প্রায় ঘণ্টা তিনেক রুদ্ধদ্বার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন নাজমুল–মুশফিক–নাহিদরা। সফরকারী জিম্বাবুয়ে অনুশীলন শুরু করেছে গতকাল। তবে জিম্বাবুইয়ানদের অনুশীলনে ছিল বৃষ্টির বাধা।

২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Check Also

পরের আইপিএলেও খেলবেন মহেন্দ্র সিং ধোনি!

শেরপুর নিউজ ডেস্ক: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে প্রায় ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us