সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার খানপুর ইউনিয়নের শালফা পূর্বপাড়া গ্রামের মরহুম আকবর আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫), পৌরশহরের ঘোষপাড়া এলাকার অচ্যুত তরফদারের ছেলে বিষ্ণু কুমার তরফদার ওরফে নান্টু (৩৭) ও কর্মকারপাড়ার পরিমল রায়ের ছেলে প্রীতম রায় (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট রোড মোড় সংলগ্ন পশ্চিম পাশে আল-আরাফাত হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদক কারবারি গোলাম মোস্তফাকে ৭শ’ ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। অপরদিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গত বৃহষ্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে বাসস্ট্যান্ড সিটি ব্যাংকের সামনে থেকে ১০ পুরিয়া হেরোইনসহ নান্টু ও প্রীতমকে গ্রেফতার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিনজনের মধ্যে ২জন চিহ্নিত মাদক কারবারি। অপরজন এবারই প্রথম পুলিশের হাতে গ্রেফতার হলো। তিনি আরও জানান নান্টুর বিরুদ্ধে ১১টি ও প্রীতমের বিরুদ্ধে ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

ধুনটে অর্থ জালিয়াতি মামলায় স্কুল শিক্ষিকা নিলা গ্রেপ্তার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ধুনটে অর্থ জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি নিলা খাতুনকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us