সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া

তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া

শেরপুর নিউজ ডেস্ক:

২২ বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তকমা প্রত্যাহার করল রাশিয়া। এতে আফগানিস্তানের শাসকগোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো।

বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। চার বছর আগে দ্বিতীয়বার আফগানিস্তানের ক্ষমতা গ্রহণকারী তালেবানকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রাশিয়া।

এতদিন পর্যন্ত গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করা রাশিয়ার আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ ছিল। গত বছর রাশিয়ার নতুন আইনে, কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার আদালতকে দেওয়া হয়। সম্প্রতি তালেবানের সঙ্গে সম্পর্ক গভীর করেছে মস্কো।

সংগঠনটির প্রতিনিধিরা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে একাধিকবার রাশিয়া সফর করেছেন। তালেবানের অধীনে ২০২৩ সালে আফগানিস্তানে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে চীন। এএফপি।

Check Also

ফ্রান্সের কাছ থেকে ২৬ টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ভারত

  শেরপুর নিউজ ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে ২৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনছে ভারত। দুই দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us