সর্বশেষ সংবাদ
Home / রাজশাহীর খবর / সিরাজগঞ্জ / তাড়াশ / তাড়াশে পিকআপচালকের গলা কাটা লাশ উদ্ধার

তাড়াশে পিকআপচালকের গলা কাটা লাশ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে এক গাড়িচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাসেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে ও পিকআপ ভ্যানের চালক।

তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের যেকোনো সময়ে দুষ্কৃতকারীরা তাকে জবাই করে হত্যা করে।

পরে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারীরা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে, পুলিশ লাশ উদ্ধার করে। বর্তমানে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

নিহত রাসেদুল ইসলামের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই নিখোঁজ ছিলেন রাশেদুল।
আজ তার লাশ পাওয়া গেল। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে তারা কিছুই জানেন না।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us