সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / আজ থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

আজ থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

শেরপুর নিউজ ডেস্ক:
বিচারক-সংকট না থাকায় দীর্ঘদিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গঠন করা হয়েছে দুটি বেঞ্চ। রোববার থেকে এই দুটি বেঞ্চে বিচারকাজ অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে বিচারাধীন মামলা শুনানি ও নিষ্পত্তিতে দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন। পুনর্গঠিত এই দুটি বেঞ্চের একটি বেঞ্চের নেতৃত্বে থাকবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। অন্যটিতে নেতৃত্ব দেবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

এদিকে আজ রবিবার খুলছে সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে হাইকোর্টের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্টের পাশাপাশি আপিল বিভাগের মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন বিচার বিভাগের অভিভাবক প্রধান বিচারপতি। আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে থাকবেন আপিল বিভাগের আরেক জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এই বেঞ্চে থাকছেন আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি ফারাহ মাহবুব।

এদিকে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের দুই নম্বর বেঞ্চে থাকছেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ১০ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি। ঐদিন রাতেই দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে। দুদিন পর নিয়োগ দেওয়া হয় আরও চার বিচারপতিকে। ইতিমধ্যে একজন বিচারপতি অবসরে যান। গত ৩ এপ্রিল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তাদের শপথ অনুষ্ঠিত হয়। কোর্ট খোলার প্রথম কার্যদিবসেই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন নবনিযুক্ত এই দুই বিচারপতি।

আইনজ্ঞরা বলছেন, আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করায় মামলা নিষ্পত্তির হার বাড়বে। এতে উপকৃত হবে বিচারপ্রার্থী জনগণ। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিল এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ইত্তেফাককে বলেন, দুটি বেঞ্চ গঠন করায় আপিল বিভাগে দীর্ঘদিনের জমে থাকা মামলার জট কমাতে সহায়তা করবে।

Check Also

আন্দোলনের নামে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীতে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us